পশ্চিমবঙ্গ-সিকিমের মধ্যে ট্যাক্সি চলাচল নিয়ে নয়া চুক্তি



কলকাতা, ১৬ এপ্রিলঃ দীর্ঘ টানাপোড়েনের পর প্রতিবেশী দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে ট্যাক্সি চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিবেশী দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পবন চামলিংয়ের প্রতক্ষ হস্তক্ষেপেই দীর্ঘদিনের এই জটিলতার অবসান হল। তবে এবার দুই রাজ্যের মধ্যে চুক্তি হয়েছে সমানে সমানে। এখন থেকে পশ্চিমবঙ্গের ট্যাক্সি সিকিমের গ্যাংটক, নামচি, এবং পেলিংয়ে যেতে পারবে, যেতে পারবে গ্যাংটকের বিমানবন্দর পর্যন্তও। একইভাবে প্রতিবেশী রাজ্য সিকিমের ট্যাক্সি এই রাজ্যের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি যেতে পারবে। শিলিগুড়ি থেকে সিকিমের ট্যাক্সি বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত যাওয়ার সুযোগ পাবে।

Comments

Popular posts from this blog

My JIO 3.2.05 Modded Apk (Not Asking For Update) APK Updated

'Developer Union' Asks Apple for App Store Reforms Like Free Trials, Revenue Policy

RBI must ensure safety of proposed cryptocurrency